রাঁচি: বাড়িতে ঢুকে ২৩ বছরের যুবতীকে ধর্ষণের চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। তাতে বাধা দিতে যুবতীর গায়ে আগুন জ্বালাল দুষ্কৃতীরা! দু’সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যু হল তাঁর। ঝাড়খণ্ডের(Jharkhand) হাজারিবাগের ঘটনা।
অভিযোগ, গত ৭ জানুয়ারি যুবতীর বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করে ৪ জন। তাদের মধ্যে ৩ জন যুবতীরই আত্মীয়। তাতে বাধা দেওয়ায় যুবতীর গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় অভিযুক্তরা। যুবতীর ৭০ শতাংশ পুড়ে যায়। তাঁকে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাজারিবাগের পুলিশ সুপার মনোজ রতন ছোটে জানান, ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। যুবতী ও তাঁর স্বামীর বয়ানে অসংগতি পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, যুবতীর স্বামী আগে থেকেই বিবাহিত ছিলেন। যুবতী তাঁর চতুর্থ স্ত্রী। ঘটনার তদন্ত করছে পুলিশ।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ