কলকাতা: জেএমবি জঙ্গি সন্দেহে একজনকে গ্রেপ্তার করল এনআইএ। দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম থেকে ওই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম আব্দুল মান্নান। সে বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে।
এনআইএ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে জাল ভোটার ও আধার কার্ড পাওয়া গিয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, আগেই সে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। সে বেশ কয়েকজনকে জাল পরিচয়পত্র তৈরি করে দেয়। বাংলাদেশের জেএমবি জঙ্গিদের সঙ্গে তার সরাসরি যোগ ছিল বলে জানা গিয়েছে।