কলকাতা: শুধু আন্দোলন করলেই চাকরি পাওয়া যাবে না, এমনই বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। দুর্নীতি করে তাঁরা অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়েছেন, এমন অভিযোগ তুলে রাজ্যজুড়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য চাকরিপ্রার্থীরা।
এরই মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। কিন্তু তাতেও আন্দোলন থামেনি। এমনকি পুলিশ দিয়ে চাকরিপ্রার্থীদের উঠিয়ে দেওয়া হলেও জারি রয়েছে আন্দোলন। এনিয়ে একটি সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, ‘আন্দোলন করলেই কি সকলকে চাকরি দিতে হবে? এটা তো সম্ভব নয়। চাকরির সঙ্গে আন্দোলনের কোনও সম্পর্ক নেই।’ মন্ত্রী আরও বলেন, ‘চাকরি হয় যোগ্যতা ও মেধার ভিত্তিতে। শুধু আন্দোলন করলেই চাকরি পাওয়া যাবে না। এভাবে আন্দোলন চললে সরকারের কাজ করা মুশকিল হয়ে যায়।‘
আরও পড়ুন: Partha Chatterjee | ‘আমাকে বাঁচতে দিন’, জামিনের জন্য পার্থর কাতর আবেদনেও ভিজল না চিঁড়ে