ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে শনিবার আমেরিকা যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন জো বাইডেন। আমেরিকার ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার নিতে চলেছেন তিনি। ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন ভারতীয় বংশদ্ভূত কমলা হ্যারিস। প্রথম এশিয়ান মহিলা হিসেবে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন কমলা।
America, I’m honored that you have chosen me to lead our great country.
The work ahead of us will be hard, but I promise you this: I will be a President for all Americans — whether you voted for me or not.
I will keep the faith that you have placed in me. pic.twitter.com/moA9qhmjn8
— Joe Biden (@JoeBiden) November 7, 2020
বিদায়ী রাষ্ট্রপতি তথা রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পকে ভোটে কার্যত পর্যদুস্ত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এই মুহূর্তে বাইডেনের দখলে রয়েছে ২৭৩টি আসন। ২১৪টি আসন রয়েছে ট্রাম্পের দখলে। চার রাজ্যের ফলাফল এখনও বাকি। শেষ খবর পাওয়া পর্যন্ত বাইডেন এগিয়ে রয়েছেন জর্জিয়া ও নেভাডায়। অন্যদিকে, নর্থ ক্যারোলিনা ও আলাস্কায় এগিয়ে আছেন ট্রাম্প।
I WON THIS ELECTION, BY A LOT!
— Donald J. Trump (@realDonaldTrump) November 7, 2020
আমেরিকার ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে আগামী বছরের শুরুতে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে জো বাইডেনের। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প তাঁর হার মেনে নেন নি। উলটে আদালতে যাওয়ার কথা বলেছেন তিনি।
ভোটে জয়ী হওয়ার পর শনিবার বাইডেন টুইটে তামাম আমেরিকাবাসীর উদ্দেশে লিখেছেন, ‘আপনারা আমাকে নির্বাচিত করায় আমি সম্মানিত। আমাদের সামনে অনেক কঠিন পথ। কিন্তু আশ্বস্ত করছি, আমি সকল আমেরিকানের রাষ্ট্রপতি হয়ে উঠব। আপনাদের বিশ্বাস ও ভরসার মর্যাদা রাখব।’
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প টুইটে লিখেছেন, ‘আমিই ভোটে জয়ী হয়েছি।’ করোনা সংক্রমণ রুখতে ব্যর্থতা, শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ ভেদাভেদ ফের প্রকট হওয়া বিশেষত ডেরেক শভিনের হাতে জর্জ ফ্লয়েডের হত্যা, ঔদ্ধত্যপূর্ণ আচরণ ইত্যাদি ট্রাম্পের বিপক্ষে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।