ওয়াশিংটন: বুধবার আমেরিকা যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন জো বাইডেন। আমেরিকার ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন কমলা হ্যারিস। শপথগ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানী ওয়াশিংটনকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। মার্কিন রীতি অনুয়াযী, প্রথমে শপথ নেন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস।
সম্প্রতি ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনা ঘটেছিল। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতেই ওই ঘটনা ঘটে বলে অভিযোগ। তাই শপথগ্রহণ অনুষ্ঠানে হামলার আশঙ্কা করে ওয়াশিংটনকে কড়া নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছিল। যদিও নির্বিঘ্নেই শপথগ্রহণ হয়েছে। এদিকে, জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
My warmest congratulations to @JoeBiden on his assumption of office as President of the United States of America. I look forward to working with him to strengthen India-US strategic partnership.
— Narendra Modi (@narendramodi) January 20, 2021