উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: করোনার ত্রাস থেকে বাদ পড়েনি বলিপাড়া। এবার করোনায় আক্রান্ত হলে বলিউড অভিনেতা জন আব্রাহাম ও তাঁর স্ত্রী প্রিয়া রুঞ্চল। মৃদু উপসর্গ রয়েছে তাঁদের। তবে তাঁরা দুজনেই করোনা টিকা নিয়েছিলেন।
এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন অভিনেতা। জন আব্রাহাম লিখেছেন, ‘আমি তিনদিন আগে একজনের সংস্পর্শে এসেছিলাম। পরে জানতে পেরেছি তিনি করোনা আক্রান্ত হয়েছেন। প্রিয়া ও আমার করোনা হয়েছে। বর্তমানে আমরা বাড়িতে কোয়ারান্টিনে আছি। অন্য কারও সংস্পর্শে আসিনি। আমরা দুজনেই টিকা নিয়েছি এবং আমাদের সামান্য উপসর্গ রয়েছে। দয়া করে ভালো ও সুস্থ থাকুন। মাস্ক পরুন।’
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial