ডিজিটাল ডেস্কঃ আবারও সংবাদ শিরোনামে উঠে এল উন্নাও। জানা গিয়েছে, উত্তরপ্রদেশ উন্নাও হাসপাতালে প্রথম দিন কাজে যোগ দিতে গিয়েছিলেন এক নার্স। কিন্তু তারপর ওই দিনই হাসপাতালে ঝুলন্ত অবস্থায় ওই নার্সের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে প্রথমে ধর্ষণ(rape) এবং পরে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উন্নাওয়ের নিউ জীবন হাসপাতালে। ইতিমধ্যেই থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উন্নাও থানার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অপরাধীদের শাস্তি দেওয়া হবে বলে তিনি জানান। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ যোগী-মমতা সাক্ষাতে কি কথা হল? জল্পনা তুঙ্গে