চাঁচল: পঞ্চায়েত ভোটের আগে বিরোধী শিবিরে ফের বড়সড়ো ভাঙন ধরাল তৃণমূল। চাঁচল (Chanchal)-১ ব্লকের অন্তর্গত কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ডারকিনারা এলাকায় বিধায়ক এবং ব্লক সভাপতির উপস্থিতিতে কংগ্রেস ও সিপিএম ছেড়ে প্রায় ৩০০ কর্মী যোগ দিলেন শাসকদলে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, চাঁচল-১ ব্লক সহ-সভাপতি অমিতেশ পান্ডে, মহিলা সভানেত্রী শ্রাবণী চৌধুরীসহ অন্যান্যরা।
চাঁচল একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। কিন্তু গত পঞ্চায়েত ভোট থেকেই বদলে যায় এলাকার রাজনৈতিক সমীকরণ। বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়ে কংগ্রেস। কংগ্রেস দুর্গ দখল করে তৃণমূল। চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ জানিয়েছেন, শাসকদলে কাজ করার সুযোগ রয়েছে। তাই তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন। যদিও চাঁচল-১ ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক কাজী আতাউর রহমান দাবি করেছেন, যারা শাসকদলে যোগদান করেছেন তারা কংগ্রেসের কেউ নয়। যেহেতু তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটিতে ভাঙন ধরিয়েছে কংগ্রেস তাই এই সব মিথ্যে যোগদানের নাটক করছে শাসকদল।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।
আরও পড়ুন: Malda | রাস্তা না হলে গ্রামে প্রবেশ নিষেধ, দিদির দূতের বিরুদ্ধে ফের পোস্টার মালদায়