নয়াদিল্লি: মাত্র ১ টাকায় মিলবে ভরপেট খাবার। জনস্বার্থে ফের একবার ক্যান্টিন চালু করলেন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। এর আগেও তিনি দুঃস্থদের সাহায্যার্থে ক্যান্টিন খুলেছিলেন। এবার ‘জন রসুই’ নামে আরও একটি ক্যান্টিন চালু করলেন। শুধুমাত্র ক্ষুধার্তদের পেট ভরানোই উদ্দেশ্য বলে জানিয়েছেন গম্ভীর।
পূর্ব দিল্লির অশোকনগরে এই সস্তার ক্যান্টিন চালু করা হয়েছে। যেখানে মাত্র ১ টাকার বিনিময়ে মিলবে গরীবদের পেট ভরে খাবার। এর আগে গত ডিসেম্বরে গান্ধীনগর মার্কেটে এমনই আরও একটি ক্যান্টিন খোলা হয়েছিল। মঙ্গলবার ‘জন রসুই’-এর সূচনায় উপস্থিত ছিলেন গৌতম গম্ভীর সহ বিজেপি নেতৃত্ব। সেই ক্যান্টিনে বহু দুঃস্থরা খেয়েছেন বলেও জানান একসময়ের ভারতের জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান গৌতম গম্ভীর।
- Advertisement -