উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চিনে আবারও মাথা চাড়া দিচ্ছে করোনা পরিস্থিতি। ফলে কোভিডবিধি কঠোর করেছে চিন প্রশাসন। সেই কড়া কোভিডবিধি থেকে মুক্তি পেতে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন চিনের সাধারণ মানুষ। রবিবার সেই বিক্ষোভের ছবি তুলতে গিয়েই বিপাকে পড়ল বিসিসি-র এক সাংবাদিক। সেই সাংবাদিককে পুলিশের হেপাজতে নিয়ে মারধর করারও অভিযোগ উঠেছে।
বিসিসি সূত্রে জানা গিয়েছে, গতকাল চিনের সাংহাইতে বিক্ষোভ চলছিল। সেই বিক্ষোভের ছবি করতে গিয়েছিল ওই সংবাদ সংস্থার সাংবাদিক এড লরেন্স। বিক্ষোভের ছবি তুলতে গেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশের হেপাজতে নিয়ে সাংবাদিককে মারধর করা হয়। অভিযোগ, এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেনি চিনা প্রশাসন। বরং প্রশাসনের তরফে জানানো হয়েছে, চিনে পুনরায় বাড়ছে করোনা(Corona) সংক্রমণ। কোভিডের হাত থেকে বাঁচাতে সাংবাদিক এড লরেন্সকে গ্রেপ্তার করা হয়েছিল।