বোলপুর: কোভিডবিধি মেনে হবে ঐতিহ্যবাহী জয়দেব মেলা। এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
রাজ্যের সঙ্গে বীরভূম জেলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্ত চিকিৎসক, নার্স থেকে শতাধিক স্বাস্থ্যকর্মী। সেই কারণে জেলা প্রশাসন জয়দেব মেলা বন্ধের কথা ঘোষণা করেছিল। শুধুমাত্র জয়দেব নদীতে মকর স্নানের ক্ষেত্রে পুণ্যার্থীদের ছাড় দেওয়া হয়। কিন্তু গঙ্গাসাগর মেলা চালু রেখে জয়দেব মেলা বন্ধ নিয়ে প্রতিবাদের ঝড় উঠতে থাকে। এরপর মঙ্গলবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মেলা হওয়ার কথা ঘোষণা করেন। তিনি জানান, জয়দেব মেলা যেমন হয় সেরকমই হবে। তবে মানতে হবে কোভিডবিধি। পুণ্যার্থীদের জন্য স্নান ও পুজো দেওয়ার ব্যবস্থা থাকছে। বাউল-কীর্তনের আখড়া থাকছে। সব কিছুই হবে নিয়ম মেনে। পুণ্যার্থীদের সমস্যা হবে না বলেও জানিয়েছেন তিনি। এদিকে মন্ত্রীর ঘোষণার পর থেকে মেলা চত্বরে প্রস্তুতি শুরু হয়েছে।