ডিজিটাল ডেস্ক : বেশ কয়েকটি মামলায় ইতিমধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নজর কেড়েছেন। আরও একবার মানবিকতার নজির রাখলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার স্কুলের বদলি নিয়ে একটি মামলার আবেদনকারী শিক্ষিকা দিনভর শিশু সন্তানকে কোলে নিয়ে বসেছিলেন এজলাসে। এবং তা নজরে পড়া মাত্রই শিক্ষিকার আবেদন শুনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিজের সমস্যার কথা বলতে গিয়ে এজলাসে কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষিকা। শিক্ষিকা জানান, বাড়ির কাছের একটি স্কুলে তিনি বদলির আবেদন জানিয়েছিলেন কিন্তু এসএসসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় কোন স্কুলে শূন্যপদ নেই। দূরের স্কুলে যেতে ওই শিক্ষিকার অসুবিধা হচ্ছে। তাই তিনি বদলির আবেদন জানিয়েছিলেন। আর এরপরেই এসএসসির চেয়ারম্যানকে ডেকে পাঠান বিচারপতি। এসএসসি চেয়ারম্যান অবশ্য সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। তবে বিষয়টি মানবিকতার সঙ্গে দেখার জন্য এসএসসি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এহেন নির্দেশে কার্যত আপাত স্বস্তির নিঃশ্বাস ফেললেন ওই শিক্ষিকা বলেই মনে করা হচ্ছে।
নথি নষ্টের আশঙ্কা, এবার এসএসসি দপ্তরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
পোর্টাল ডেস্ক: এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা শুরু হতেই পদত্যাগ করেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়...
Read more