ডিজিটাল ডেস্ক: প্রাইমারি টেট দুর্নীতি নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে। আর তাই নিয়ে এবার চূড়ান্ত খবর প্রকাশ করলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। কার্যত তিনি রীতিমতন হুঁশিয়ারি দিয়ে বললেন,২০১৬ প্রয়োজনে তিনি ২০১৬ এর পুরো প্যানেল বাতিল করে দেবেন। ২০১৪ এবং ২০১৬ সালের টেট পরীক্ষার্থীদের চাকরি পাওয়া নিয়ে টানাটানি চলছে দীর্ঘদিন ধরে। অন্যদিকে এই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি আছে বলে দাবি করা হচ্ছিল।
প্রসঙ্গত ২০১৪ সালে প্রাইমারী টেট পরীক্ষা হয়। এবং সেই ভিত্তিতে নিয়োগপত্র দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। এবং তারই ভিত্তিতে ২০১৬ সালে একটি প্যানেল তৈরি করা হয়। এবং সেই অনুযায়ী নিয়োগপত্র হাতে দেওয়া হয়। অন্যদিকে অপ্রশিক্ষিত ১৪০ জন ব্যক্তি চাকরির আবেদন করে হাইকোর্টর দ্বারস্থ হয়েছেন। এবং জানা যাচ্ছে, প্রায় ৩২ হাজার অপ্রশিক্ষিত প্রার্থী ২০১৬ সালের নিয়োগপত্র হাতে পেয়েছেন।
মামলাকারীরা অভিযোগে জানিয়েছেন, মামলাকারীদের থেকেও কম নম্বর পেয়ে অনেকেই সুপারিশপত্র পেয়ে গিয়েছেন। আর এই দুর্নীতি প্রকাশ্যে আসার পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন, “আমি ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। যেদিন ২০১৪-র প্রাথমিক টেটের ভিত্তিতে গড়া ২০১৬-র পুরো প্যানেল বাতিল করব সেদিন ঢাকি সমেত বিসর্জনের মানে বলব।” বিচারপতি আরও বলেন, “মানিক ভট্টাচার্য পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা নেই বলে চাকরি পায়নি মামলাকারীরা।” মামলার পরবর্তী শুনানি হতে চলেছে আগামী ১৬ ই ডিসেম্বর। এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী শুনানিতে কি রায় দেন, সেদিকে অবশ্যই নজর থাকছে।