ডিজিটাল ডেস্ক : দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় ছিলেন প্রার্থীরা। আর এবার চাকরিপ্রার্থীদের স্বস্তি দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Gangopadhyay)। বুধবার প্রাথমিক টেট মামলায় নতুন করে ২২ জনকে চাকরিতে নিয়োগের নির্দেশ দিলেন বিচারক গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, টেট পরীক্ষায় ভুল প্রশ্নের মামলায় অভিযোগ দায়ের করা হয় আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথমে ১২৭ জন ও পরে আরও ৬৫ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দেন বিচারক গঙ্গোপাধ্যায়। আর এবার সেই মামলার সূত্রে আরও ২২ জনকে চাকরিতে নিয়োগ করতে বললেন তিনি। ভুল প্রশ্নপত্রের মামলায় আগেই ১৬৭ জনের নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল।
সেই অনুযায়ী ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং ইন্টারভিউও নেওয়া হয়ে গিয়েছে। কার্যত আদালতের নির্দেশে ধাপে ধাপে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে বলে গতকালই জানিয়েছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বস। সে জায়গায় বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিয়োগের নির্দেশ পুজোর আগে চাকুরী প্রার্থীদের জন্য যে বড় সুখবর বয়ে আনল, সে কথা নিঃসন্দেহে বলা যায়।