পুন্ডিবাড়ি: পুন্ডিবাড়ি বাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি পাটের গুদাম। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ছিল হাটবার। অনেক সকাল থেকেই বাজারে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা শুরু হয়। এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ একটি পাটের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন বাজারের লোকজন। এরপর পুন্ডিবাড়ি থানা এবং দমকলে খবর দেওয়া হয়। কোচবিহার থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন দমকল কর্মীরা। কিন্তু আগুনের বেগ এতটাই তীব্র ছিল যে ক্ষনিকের মধ্যেই সেই ইঞ্জিনের জল শেষ হয়ে যায়। এরপর স্থানীয় লোকজন সহ দমকল কর্মী ও পুলিশকর্মীরা বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। জল শেষ হয়ে যাওয়ায় দমকলের ইঞ্জিন বাজার থেকে তিন চার কিমি দূরে গিয়ে ফের জল নিয়ে গিয়ে আগুন নেভাতে থাকে।
অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান, বাজারের কোথাও জলের কোনও রকম যোগান নেই। যে দু’একটি জলের উৎস ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তাই অনেক দূর থেকে জল নিয়ে এসে আগুন নেভাতে হচ্ছে। তাই আগুন নেভাতে দীর্ঘ সময় লাগছে। যার ফলে ক্ষতির পরিমাণ অনেকটাই বেড়ে চলেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় নয়ন সাহা নামে পাট ব্যবসায়ীর ৮০০-১০০০ মন পাট সহ পাটের গুদাম এবং বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই খবর লেখা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে। আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আরও পড়ুন : অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকান
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial