ডিজিটাল ডেস্ক: কলকাতা পুরসভার নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিরোধীরা একযোগে অভিযোগ করেছিল তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের। তাই এবার বিধাননগর পুর নির্বাচনের আগে কড়া বার্তা দিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কার্যত তিনি জানিয়েছেন, শহরের মানুষের ভোট কেড়ে নিলে কিংবা অন্য কেউ সেই ভোট দিলে তা মোটেই মেনে নেওয়া হবেনা। পাশাপাশি কোন কর্মী বা প্রার্থী যদি ভোটের দিন কোনো গোলমাল করে, তাহলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবে দল। খুব স্বাভাবিকভাবেই এই বার্তা যে ছাপ্পা ভোটের দিকে ইঙ্গিত করে করা, তা বুঝতে কারো অসুবিধা নেই। তবে মন্ত্রীর সতর্কবার্তা কতটা কাজ করে সেদিকে কড়া নজর থাকবে ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুন : নির্বাচনের আগে বিজেপির তৎপরতা মাল শহরে