ডিজিটাল ডেস্কঃ বিজেপির বিরুদ্ধে দীর্ঘদিন যাবত একজোট হওয়ার কথা বলে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁরই মতন করে ভাবছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। প্রসঙ্গত আগামী জুলাই মাসে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে হারাতে এবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বিরোধীদের নিয়ে একটি মঞ্চ গড়ে তুলতে আগ্রহী। আর সেই কারণেই এপ্রিল মাসের শেষে তিনি দেশের অবিজেপি শাসিত রাজ্যগুলিতে আসতে চলেছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তিনি দেখা করবেন বলে খবর। প্রসঙ্গত এনডিএর সব থেকে বড় শরিক দল হল জনতা দল ইউনাইটেড। এবং তাঁরা চাইছে নীতীশ কুমার রাষ্ট্রপতি প্রার্থী হোক। যদিও এই নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি। তবে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সাংসদ, বিধায়করা। মনে করা হচ্ছে, বিজেপিকে সাহায্য করতে পারে ওড়িশার বিজু জনতা দল এবং অন্ধপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস। এই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা বিজেপি প্রার্থীকে হারাতে মরিয়া। সেক্ষেত্রে কেসিআর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে কি সিদ্ধান্ত গৃহীত হয়, সেটাই এখন দেখার।
আরও পড়ুনঃ ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচল প্রদেশ