চাঁচল: চাঁচল-১ ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জোসুয়া-জাহির খাঁ গ্ৰামের যুবক বৃন্দের পরিচালনায় সোমবার গ্রামের মাঠে এক কুড়ি দলীয় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনালে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত জামালপুর দল চাঁচল থানার অন্তর্গত গোরখপুর দলকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এই প্রতিযোগিতা দীর্ঘ কয়েকবছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। ফিতে কেটে খেলার উদ্বোধন করেন মালদা জেলা পরিষদ সদস্য মহম্মদ সামিউল ইসলাম। চ্যাম্পিয়ন জামালপুর দলকে পুরস্কার হিসেবে ট্রফি সহ নগদ তিরিশ হাজার টাকা এবং রানার্স গোরখপুর দলকে ট্রফি সহ নগদ কুড়ি হাজার টাকা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল-১-এর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাস্টার হায়দার আলি, বিশিষ্ট সমাজসেবী ও তৃনমূল নেতা জাকির হোসেন ও মানিক হোসেন, স্থানীয় পঞ্চায়েত সদস্য হায়াত আলি সহ আরও অনেকে।