মুম্বই: সাত পাকে বাঁধা পড়লেন সিংহম নায়িকা কাজল আগরওয়াল। রীতি মেনে গাঁটছড়া বাঁধলেন ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে।
শুক্রবার সন্ধ্যায় মুম্বইয়ের তাজমহল প্যালেসে বিয়ের আসর বসে। ভারতীয় রীতি মেনে বিয়ে সম্পন্ন হয়। একদম সাবেকি লাল লেহেঙ্গায় সেজেছিলেন কাজল। মাথায় পরেছেন সোনার মাথা পট্টি। আর এই বিশেষ দিন গৌতমকে দেখা যায় সাদা শেরওয়ানিতে।
- Advertisement -
গায়ে হলুদ অনুষ্ঠানেও হালকা মেকআপে দেখা গিয়েছে কাজলকে। জমিয়ে ডান্সও করেছেন তিনি।
কাজল আগরওয়াল দক্ষিণী ছবির পরিচিত মুখ। তাছাড়া বলিউডেও কাজ করেছেন তিনি। তাঁর স্বামী গৌতম একজন ব্যবসায়ী, ইন্টিরিয়র ডিজাইনার, ই-কমার্স প্ল্যাটফর্ম ডিসার্ন লিভিংয়ের মালিক। করোনা পরিস্থিতির কথা মাথায় বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানিয়ছেন।