সমীর দাস, কালচিনি: দেশ জুড়ে লকডাউন চলতে থাকায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রেখেছে প্রশাসন। চলতি বছর রমজান মাস পালনেও লকডাউনের প্রভাব পড়েছে।
শুক্রবার কালচিনি ব্লক প্রশাসন ও আলিপুরদুয়ার জেলা পুলিশ এই বিষয়ে কালচিনি ব্লকের বিভিন্ন মুসলিম সংগঠনের সঙ্গে বৈঠক করে। বৈঠকে উপস্থিত ব্লকের বিভিন্ন এলাকার ১২টি সংগঠনের প্রতিনিধিকে লকডাউন চলতে থাকায় রমজান পালনে বিধিনিষেধের বিষয়ে অবগত করা হয়।
কালচিনির বিডিও ভূষণ শেরপা বলেন, করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন। কেন্দ্র ও রাজ্য সরকার যে কোনও ধরনের ধর্মীয় সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। সেই কারনে মুসলিম সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে কোনও এলাকাতেই সমাবেশ না করার আবেদন রাখা হয়েছে। বিভিন্ন সংগঠন ব্লক প্রশাসনের অনুরোধ মেনে নিয়েছে বলে জানান বিডিও। এদিনের বৈঠকে বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের এসডিপিও কুতুবুদ্দিন খান।