কালচিনি: মদ্যপ অবস্থায় বচসার জেরে বন্ধুর হাতে প্রাণ গেল চা বাগানের এক ঠিকা শ্রমিকের! কালচিনির ভাটপাড়া চা বাগানের আচ্ছাপাড়া ডিভিশনের ঘটনা। সোমবার বাগানের ৩ নম্বর সেকশনে চা গাছের পরিচর্যার কাজে গিয়ে ওই শ্রমিকের রক্তাক্ত দেহ দেখতে পায় বাগান কর্তৃপক্ষ। খবর দেওয়া হয় কালচিনি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম মহেশ মাহালি (৩৬)। তিনি বাগানের গুদাম লাইনের বাসিন্দা ছিলেন। মৃত যুবকের পরিবারের তরফে কালচিনি থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে প্রকাশ কৈরি নামে এক ঠিকা শ্রমিককে গ্ৰেপ্তার করেছে পুলিশ। কালচিনি থানার ওসি অনির্বাণ মজুমদার বলেন, ‘খুনের অভিযোগে একজনকে গ্ৰেপ্তার করা হয়েছে। ধৃতকে মঙ্গলবার আলিপুরদুয়ার মহকুমা আদালতে তোলা হবে। মৃতদেহ মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহেশের স্ত্রী দিল্লিতে কাজ করেন। বাড়িতে মহেশ একাই থাকতেন। স্ত্রী দিল্লি থেকে প্রতি মাসে টাকাও পাঠাতেন। কাজে মন ছিল না ওই যুবকের। রবিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে কয়েকজন বন্ধুকে নিয়ে ওই যুবক মদ্যপান করেন। সেই সময় ছোট বিষয় নিয়ে প্রকাশের সঙ্গে বচসা শুরু হয় মহেশের। এরপর মহেশের মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অভিযুক্ত প্রকাশ সম্ভবত তার কয়েকজন বন্ধুকে নিয়ে চা বাগানের ঝোপের আড়ালে মহেশের দেহ টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ফেলে রাখে বলে মনে করছে পুলিশ।