হিলি: দক্ষিণ দিনাজপুর(Dakshin Dinajpur) জেলার হিলি থানার পশ্চিম আপ্তর এলাকায় পুজো হয় ১৪ হাত কালী মায়ের। এই কালী মায়ের উচ্চতা ১৪ হাত লম্বা। এই পুজোকে ঘিরে বিশাল মেলার আয়োজন করা হয়। কিন্তু রবিবার ভোররাতে আচমকাই আগুন লেগে প্রতিমা পুড়ে ছাই হয়ে যায়। সেই কারণে কমিটির তরফে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, গত বুধবার মহা ধুমধামে ১৪ হাত কালী মায়ের পুজো হয়। তারপর থেকে পুজো উপলক্ষ্যে মেলাও বসে মন্দির প্রাঙ্গনে। সাতদিন পর মেলা শেষ হয়ে গেলেও, আগামী বছর আশ্বিন মাসে এই প্রতিমার বিসর্জন হওয়ার কথা ছিল। কিন্তু এই দুর্ঘটনার ফলে আজই প্রতিমা নিরঞ্জন করা হয়।
আরও পড়ুনঃ কলাগাছের সংকট, পোষা হাতির খাবার খুঁজতে হিমশিম বনকর্মীদের