কালিয়াচক: বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত প্রায় ২৫টি ফলের দোকান। বুধবার ঘটনাটি ঘটে কালিয়াচকের চৌরঙ্গি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ফল বাজারে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ব্যবসায়ীরা জানান, প্রতিটি দোকানে প্রায় ৩ লক্ষ টাকার ফল সহ বিভিন্ন জিনিস ছিল। আগুনের তীব্রতা এতটাই ছিল যে একের পর এক দোকান ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর কাজে এগিয়ে এলেও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল। স্থানীয় ও দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে এর পেছনে কোনও ষড়যন্ত্র থাকতে পারে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরল সামসীর ডাক্তারি পড়ুয়া, স্বস্তি পরিবারের