কালিয়াগঞ্জ: আগামী পাঁচ বছর মাসিক সাম্মানিক, টেলিফোন বিল, টিএ সহ অনান্য কোনও আর্থিক সুবিধা গ্রহণ করবেন না বলে লিখিত ভাবে জানিয়ে দিলেন কালিয়াগঞ্জ পুরসভার ছয় বিজেপি কাউন্সিলার। এই সিদ্ধান্তের কথা তাঁরা পুরসভার এগজিকিউটিভ অফিসার এবং অর্থ দপ্তরের আধিকারিকদের জানিয়ে দিয়েছেন। তাদের ইচ্ছে যাতে, কালিয়াগঞ্জবাসীর স্বার্থে সেই অর্থ জনহিতকর কাজে ব্যবহার হয়। এদিকে, বিজেপি কাউন্সিলারদের এহেন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপিতা রামনিবাস সাহা। তিনি বলেন, ‘দলের বাদবাকি কাউন্সিলারদের সঙ্গে বৈঠক করে তাঁরা সাম্মানিকের বিষয়ে কি করবেন তার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, আমি নিজে পুরসভার মাসিক সাম্মানিক সহ অনান্য কোন সরকারি সুবিধা গ্রহন করব না।’ এদিকে, একই সুরে পুরসভার পক্ষ থেকে প্রদত্ত মাসিক সাম্মানিক নেবেন না বলে জানালেন কালিয়াগঞ্জের একমাত্র নির্দল কাউন্সিলার নন্দদুলাল দাস। তিনি বলেন, ‘আমি খুশি হব এই অর্থ যদি কালিয়াগঞ্জের উন্নয়নে ব্যায় করা হয়।’ কালিয়াগঞ্জে ষষ্ঠ পুরবোর্ড গঠনের পর এদিনই প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় কালিয়াগঞ্জ পুরসভায়।
উদয়পুরের হত্যাকারীর সঙ্গে বিজেপি যোগ? দাবি করছে কংগ্রেস
ডিজিটাল ডেস্ক : বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মাকে (Nupur Sharma) সমর্থন করায় প্রাণ খোয়াতে হয়েছে উদয়পুরের এক ব্যক্তি কানহাইয়ালালকে। উদয়পুরের...
Read more