শিলিগুড়ি, ১০ মার্চ:পশ্চিমবঙ্গ-সিকিম সীমান্তের মল্লি বাজারে প্রকাশ্যেই গুলির চালানোর অভিযোগ উঠল কালিম্পং পুরসভার কাউন্সিলার কুনাল প্রধানের বিরুদ্ধে। তিনি বিনয়পন্থী গোর্খা জন মুক্তি মোর্চা সংগঠনের নেতা হিসেবে পরিচিত। এই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের নাম দুর্গা মঙ্গর(৪০) ও পেম্বা তামাং(২৬)। পেম্বা তামাং বর্তমানে কালিম্পং জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে দুর্গা মঙ্গরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে, মল্লি বাজারে তোলা তুলতে গিয়েই বচসায় জড়ান কুনাল। এরপরেই তিনি গুলি চালান। অভিযুক্ত কুনাল প্রধানকে গ্রেপ্তারের দাবিতে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মল্লির স্থানীয় বাসিন্দারা।
এদিকে এই ঘটনার পর এদিন বিনয় তামাং জরুরী বৈঠক করে কুনাল প্রধানকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করার কথা ঘোষণা করেন। অন্যদিকে দার্জিলিং সাংসদ রাজু বিস্ত দাবি করেন তৃণমূল মদতপুষ্ট বিনয় তামাংয়ের সমর্থক কিছু নেতা পাহাড় জুড়ে অত্যাচার চালিয়ে যাচ্ছে। আজ এমনই একটি ঘটনায় নিরপরাধ দুজনকে গুলি খেয়ে জখম হতে হল। তিনি অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে কালিম্পং পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন বলে জানান। কালিম্পং পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব জানিয়েছেন অভিযুক্ত কুনাল প্রধান ফেরার। তার খোঁজে তল্লাশী শুরু হয়েছে। তবে তার গাড়িটি আটক করা হয়েছে।
৩০০ বোতল কাফ সিরাপ সহ গ্রেপ্তার ২
কিশনগঞ্জ: পরিত্যক্ত একটি পিকআপ ভ্যান থেকে ৩০০ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করল কিশনগঞ্জ সদর থানার পুলিশ। শহরের মেহেদীপুর মহল্লার এক...
Read more