কলকাতা: অপসারিত মধ্যশিক্ষা পর্ষদের (Board of Secondary Education) সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Gangopadhyay)। পর্ষদের নয়া সভাপতি হয়েছেন রামানুজ গঙ্গোপাধ্যায়। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার পদে ছিলেন তিনি। শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, রামানুজবাবু আগামী এক বছর পর্ষদের সভাপতি পদে থাকবেন। প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদে ছিলেন কল্যাণময়। স্কুলে শিক্ষক ও কর্মী নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) নাম জড়িয়েছে তাঁর। এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই (CBI)। তারপরও কল্যাণবাবু পর্ষদের সভাপতি পদে থাকায় প্রশ্ন উঠছিল। অবশেষে তাঁকে সরিয়ে দিল নবান্ন। এদিকে, সভাপতি ছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের আরও বেশ কয়েকজন আধিকারিককেও বদল করা হয়েছে। রাজ্য সরকারের তরফে নয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছর এই কমিটি মধ্যশিক্ষা পর্ষদে কাজ করবে।
আরও পড়ুন : SSC: নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ডিওয়াইএফআইয়ের বিক্ষোভ শিলিগুড়িতে