কোচবিহার: পৃথক রাজ্যের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল কামতাপুর পিপলস পার্টি। বৃহস্পতিবার ৩১ নম্বর জাতীয় সড়কের ব্যস্ততম খাগড়াবাড়ি চৌপতিতে প্রায় ৪০ মিনিট অবরোধ চলে। যার জেরে জাতীয় সড়কে তীব্র যানজট দেখা যায়। কোতোয়ালি ও পুন্ডিবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংগঠনের জেলা সভাপতি কংসরাজ বর্মন জানান, পৃথক কামতাপুর রাজ্যের পাশাপাশি, কামতাপুর ভাষার সাংবিধানিক স্বীকৃতি, প্রাথমিক বিদ্যালয়গুলিতে এই ভাষায় পঠনপাঠন ও শিক্ষক নিয়োগ, কৃষি ঋণ মুকুবের দাবি রয়েছে।
প্রসঙ্গত, কোচবিহার-আলিপুরদুয়ার সহ অসমের সঙ্গে কোচবিহারের যোগাযোগের অন্যতম রাস্তা ৩১ নম্বর জাতীয় সড়ক। এই রাস্তা ব্যবহার করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। ফলে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ ধরে এই অবরোধে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
অন্যদিকে, কামতাপুর পিপলস পার্টির তরফে খড়িবাড়ি পিডব্লিউডি মোড়ে বিক্ষোভ আন্দোলন ও পথ অবরোধ করা হয়। পৃথক কামতাপুর রাজ্য, কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি প্রতিবাদে এদিন কেপিপি ইউনাটেড বিক্ষোভ দেখায়। কেপিপি ইউনাইটেডের সেন্ট্রাল কমিটির কালচারাল সেক্রেটারি দুর্লভ সিংহ জানান, সরকারের দুর্নীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তাঁরা পথ অবরোধে শামিল হয়েছেন। এসডিপিও অচিন্ত্য গুপ্তের নেতৃত্বে ১৮ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। এসডিপিও অচিন্ত্য গুপ্ত বলেন, ‘পথ অবরোধ করতে দেওয়া হয়নি। অবরোধের চেষ্টা করায় ১৮ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।’