বুনিয়াদপুর: শনিবার থেকে শুরু হয়েছে কামতাপুরী ভাষা আকাদেমির কামতাপুরী সাহিত্য সম্মেলন। তিন জেলার ভাষা ও সাহিত্য নিয়ে কাজ করে এমন কবি, সাহিত্যিক ও সংগীত শিল্পীদের নিয়ে দু’দিনের কর্মশালা শুরু হয়েছে। বংশিহারী ব্লকের টাঙ্গন সভাকক্ষে রবিবার পর্যন্ত চলবে এই সাহিত্য সম্মেলন। অতীতের এই সমৃদ্ধশালী কামতাপুরী ভাষাকে ইতিপূর্বে রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছে। এদিনের সম্মেলনে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার ৬০জন কবি, সাহিত্যিক ও আঞ্চলিক সংগীত শিল্পীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কামতাপুরী ভাষা আকাদেমির চেয়ারম্যান ফজলের রহমান সহ অন্যান্যরা। সম্মেলনে গুণীজন খগেন্দ্র নাথ রায়, রত্না রায় ও জাফিলুদ্দিন আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়। এদিন প্রত্যেকের হাতে পুষ্পস্তবক সহ পাঁচ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ বন্ধই হয়ে গেল রায়গঞ্জের রেশম বীজ উৎপাদন কেন্দ্র, সাংসদের ভূমিকায় ক্ষোভ