তপন বকসি, মুম্বই: চারবার জাতীয় পুরস্কার ও পদ্মশ্রী পাওয়া অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে এবার ২০০৫ সালের ব্যবসায়িকভাবে সফল তামিল কমেডি-হরর ছবি চন্দ্রমুখী-র সিক্যুয়েল ‘চন্দ্রমুখী-২’তে চন্দ্রমুখীর চরিত্রে দেখা যাবে। প্রখ্যাত তামিল পরিচালক পি. ভাসুর পরিচালনায় এই ছবিটি ২০০৫ সালে বক্স-অফিসে সাফল্য পায়। যে ছবিটি মূলত মলায়ালম হিট ছবি ‘মনি চিত্রাথাজু’-র রিমেক ছিল এই একই মলয়ালম ছবি ‘মনি চিত্রাথাজুর’-কে ভিত্তি করেই তৈরি হয়েছিল কার্তিক আরিয়ন, কিয়ারা আদবানি ও তব্বু অভিনীত বলিউডের হিন্দি ছবি ভুলভুলাইয়া-২। তামিল পরিচালক পি.ভাসুর পরিচালনায় চন্দ্রমুখী-তে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী নাগমার বোন জ্যোতিকা। তার বিপরীতে ছিলেন রজনীকান্ত। এই ছবিতে কঙ্গনার বিপরীতে অভিনয় করছেন প্রখ্যাত তামিল অভিনেতা রাঘব লরেন্স।
শরৎচন্দ্রের সৃষ্টি চন্দ্রমুখী না হলেও, ভারতের দক্ষিণী ছবির এই চন্দ্রমুখীও কাহিনীতে নৃত্যে পারদর্শিনী। এই ছবির চিত্রনাট্য অনুযায়ী, নৃত্যশিল্পী হিসেবে যার নাম পৃথিবী বিখ্যাত। শরৎচন্দ্রের দেবদাস থেকে এই চন্দ্রমুখীকে তুলে না আনা হলেও ঘটনাচক্রে এই চন্দ্রমুখীকেও এক বিশেষ সময়ের প্রথিতযশা নৃত্যশিল্পী হিসেবে দেখানো হয়েছে চিত্রনাট্যে। তার ফলে ওই বিশেষ সময়ের, বিশেষ চরিত্রের জন্য কস্টিউম ডিজাইনের ওপর জোর দেওয়া হচ্ছে।
তামিল চন্দ্রমুখীর(Chandramukhi) কস্টিউম ডিজাইনিংয়ের দায়িত্বে রয়েছেন বলিউডের বিখ্যাত কস্টিউম ডিজাইনার নীতা লুল্লা। তিনি জানান, মূল মজলিশের প্রধান আকর্ষণ হিসেবে চন্দ্রমুখীর কথা বলার ধরন, চলন, নাচের মুদ্রা, সব মিলিয়ে তার এই লুকসে চন্দ্রমুখী-২ একটা চ্যালেঞ্জিং সিনেমা হতে যাচ্ছে। কঙ্গনা রানাওয়াতও নিজের সোশ্যাল মিডিয়ায় চন্দ্রমুখী-২ এর এই চরিত্রে অভিনয় করতে যাওয়ার কথা স্বীকার করে বলেছেন, ‘লেজেন্ডারি দক্ষিণী পরিচালক পি. ভাসুজির নতুন তামিল ছবিতে কাজ করতে চলায় আমি রীতিমত রোমাঞ্চিত।’