ডিজিটাল ডেস্কঃ নুপুর শর্মাকে সমর্থন করার ফল মিলেছে হাতেনাতে। আইসিস কায়দায় প্রাণ দিতে হয়েছে উদয়পুরের যুবক, পেশার দর্জি, কানহাইয়ালালকে(Kanhaiyalal)। গত ২৮ জুন কানহাইয়ালালকে আইসিস কায়দায় হত্যা করে দুজন। ইতিমধ্যেই এই হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে দেশ জুড়ে। হত্যাকারী দুজনকেই অবশ্য গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে মৃত কানহাইয়ালালের ছেলে যশ জানিয়েছেন, তাঁর বাবার জন্য নিরাপত্তার দাবি জানানো হয়েছিল আগেই। কিন্তু পুলিশ কথা শোনেনি। পুলিশি গাফিলতির ফল ভুগতে হল তাঁর বাবাকে। কিন্ত এবার কানহাইয়ালালের পরিবারের জন্য পুলিশি নিরাপত্তার দাবি জানিয়েছে তাঁর ছেলে। ইতিমধ্যেই কানহাইয়ালালের পরিবারের সঙ্গে দেখা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি জানিয়েছেন, দ্রুত এনআইএর চার্জশিট দাখিল করা উচিত। রাজ্য সরকার দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করবে। তবে কানহাইয়ালালের পরিবারকে পুলিশি নিরাপত্তা দেওয়া হবে কিনা, সে ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।
কিশোরীকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত সৎ বাবা
আসানসোল: ১৪ বছরের মেয়েকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হল সৎ বাবা। দু’বছরেরও বেশি সময় ধরে আসানসোল(Asansol) আদালতে চলা এই মামলার...
Read more