ডিজিটাল ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। আর এই কন্যাশ্রী এবার মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়। সূত্রের খবর, কন্যাশ্রী প্রকল্পের ইউনিক বেনিফিসিয়ারির সংখ্যা এই মুহূর্তে ৭৪ লক্ষ ৯৪ হাজার ৯১৮ জন। আর কয়েকদিনের মধ্যেই তা ৭৫ লক্ষের গণ্ডি পার করবে বলে মনে করা হচ্ছে। কার্যত, ২০১১ সাল থেকে এই কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা নন্দ্যোপাধ্যায় নাবালিকা বিবাহের অবসান ঘটানো এবং মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার বিস্তার করার জন্য এই প্রকল্প চালু করেন। ইতিমধ্যেই এই প্রকল্প বিশ্বমঞ্চে স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি এই প্রকল্প তিন ভাগে বিভাজিত হয়েছে। যথা- কে ওয়ান, কে টু এবং কে থ্রী। প্রথম দুটি বিভাগের দেখাশোনা করে নারী-শিশু সমাজ কল্যাণ দপ্তর এবং শেষ বিভাগটি দেখে উচ্চ শিক্ষা দপ্তর। সরকারের তরফ থেকে কে টু বিভাগে আরও জোড় দেওয়ার কথা বলা হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি কন্যাশ্রী প্রকল্প যেভাবে মাইলফলক ছুঁতে চলেছে, তা যে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হবে আগামীদিনে, তা নিয়ে কোন সন্দেহ নেই।