গাজোল: বিভিন্ন দপ্তরে কী ধরনের কাজ হয়, কোন কোন দপ্তরের মানুষ কী ধরনের সুবিধা পেতে পারে এমনকি হাসপাতালে সাধারণ মানুষ কী সুবিধা পেয়ে থাকেন সে বিষয়ে জেলা প্রশাসনের নির্দেশে কন্যাশ্রীদের ঘোরানো হল বিভিন্ন দপ্তর। গাজোল(Gazol) ব্লক প্রশাসনের উদ্যোগে গাজোল ব্লকের রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন দপ্তর ঘুরিয়ে দপ্তরের কাজকর্ম সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়।
বুধবার গাজোল ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লক দপ্তর থেকে বেরিয়ে গাজোল ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তরে যান কন্যাশ্রীরা। সেখানে ভূমি সংক্রান্ত যে সমস্ত কাজকর্ম হয় সে সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয় তাঁদের। গাজোল ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক রামকুমার মণ্ডল ছাত্র-ছাত্রীদের সমস্ত বিষয় তুলে ধরেন। ভূমি দপ্তরের কাজকর্ম সম্পর্কে জানতে পেরে অনেকটা খুশি ছাত্রছাত্রীরা। এরপর কন্যাশ্রীদের নিয়ে যাওয়া হয় গাজোল গ্রামীণ হাসপাতালে। সেখানে হাসপাতালে গাজোল ব্লকের সাধারণ মানুষ কী ধরনের সুবিধা পেয়ে থাকেন সে বিষয়ে জানানো হয়। হাসপাতাল পরিদর্শন শেষে গাজোল ব্লক কৃষি দপ্তরে পৌঁছোয় কন্যাশ্রীরা। সেখানে কৃষি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তুলে ধরা হয় তাঁদের সামনে। এমনকি গাজোল ব্লকের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আইডিবিআই ব্যাংকের শাখায় নিয়ে যাওয়া হয় তাদের। ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থেকে ব্যাংকে কী ধরনের সুবিধা পেতে পারে সাধারণ মানুষ সে বিষয়ে তাদের ধারণা দেওয়া হয়। সর্বশেষে গাজোল ব্লক দপ্তরে সাধারণ মানুষ কী ধরনের পরিষেবা পেয়ে থাকে এমনকি কোন কোন পরিষেবা চালু রয়েছে ব্লক দপ্তরে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন গাজোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্পণ মোক্তান। গাজোল ব্লকের সভাকক্ষে বিস্তারিত আলোচনা চলে এই সভায়। কন্যাশ্রীদের নিয়ে এই সভায় শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ রোধ দিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
গাজোল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান, এখনও গ্রামবাংলার প্রচুর মেয়েরা রয়েছে যারা কোন দপ্তরে কি কাজ হয় সে সম্পর্কে জানেনা। তাই তাদের সম্যক ধারণা দেওয়ার জন্য জেলা প্রশাসনের নির্দেশে কন্যাশ্রী মেয়েদের নিয়ে এই কর্মসূচি করা হয়। আগামী দিনে এই সমস্ত ছাত্রীরা বিদ্যালয় এবং পরিবারে গিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে সকলকেই ধারণা প্রদান করতে পারবে।
আরও পড়ুনঃ প্রতীক্ষার অবসান, খুলে দেওয়া হল ডালখোলা বাইপাসের একাংশ