নয়াদিল্লি: ক্রিকেটার কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসার জন্য তাঁকে দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতাল সূত্রে খবর, বিশ্বকাপ জয়ী ওই প্রাক্তন ক্রিকেটারের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে।
কয়েক বছর ধরে ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। তাঁর আচমকা হার্ট অ্যাটাকে হতবাক কপিলের ভক্তরা। তাঁরা হরিয়ানার হ্যারিকেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
Legendary cricketer Kapil Dev @therealkapildev suffers heart attack, undergoes angioplasty at a hospital in Delhi. Wishing him a speedy recovery.
— Teena Thacker (@Teensthack) October 23, 2020
কপিলের অসুস্থতার খবর সর্বপ্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সাংবাদিক টিনা থাকার। টুইটারে টিনা লেখেন, ‘কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের হার্ট অ্যাটাক হয়েছে। দিল্লির হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি করার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে। তাঁর দ্রুর আরোগ্য কামনা করি।’