নয়াদিল্লি, ১১ জুনঃ বিধানসভার অধিবেশনে গরহাজিরার জন্য কেজরিওয়ালের বিরুদ্ধে হাইকোর্টে গেলেন তাঁরই দলের বিধায়ক। সোমবার হাইকোর্টে পিটিশন দায়ের করেন বিধায়ক কপিল মিশ্র। তিনি জানান, গত বছর বিধানসভার ২৭টি অধিবেশনে মধ্যে মাত্র সাত দিন উপস্থিত ছিলেন কেজরিওয়াল। তিনি আরও জানান, গতবছর দিল্লিতে জলসঙ্কট হলেও অধিবেশনে কেজরিওয়াল না থাকায় সেব্যাপারে কোনও আলোচনা সম্ভব হয়নি। অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তথা জলমন্ত্রিও। কপিল মিশ্র দাবি করেন, ‘বিধানসভায় তাঁর উপস্থিতি ১০ শতাংশেরও কম। এর মানে মুখ্যমন্ত্রী দিল্লিবাসীর কোন সমস্যা নিয়ে এতটুকুও চিন্তিত নন।’
- Advertisement -