ডিজিটাল ডেস্কঃ সাম্প্রদায়িক ইস্যুতে একের পর এক বিতর্ক দেখা যাচ্ছে কর্ণাটকে। কিছুদিন আগেই হিজাব ইস্যু নিয়ে কর্ণাটক থেকে ব্যাপক ঝড় উঠেছিল দেশজুড়ে। সাম্প্রতিক কালে হালাল মাংস নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে কর্ণাটকের হিন্দুত্ববাদী সংগঠনগুলির পক্ষ থেকে। আর এবার নতুন দাবি, মসজিদে নামাজ পাঠের সময় কোনোভাবেই মাইক বাজানো যাবে না। হিন্দুত্ববাদী সংগঠনগুলির দাবি যদি না মানা হয়, তাহলে তাঁরা পালটা হুঁশিয়ারি দিয়েছে। মসজিদের বাইরে মাইক বাজানো প্রসঙ্গে ইতিমধ্যেই বিতর্ক উস্কে দিয়েছেন মহারাষ্ট্রের নবনির্মাণ সেনা সভাপতি রাজ ঠাকরে। অন্যদিকে রাজ ঠাকরের ঘোষণাকে হাতিয়ার করে কর্ণাটকে মসজিদের বাইরে মাইক বাজানো বন্ধ করার দাবি তোলা হয়েছে শ্রীরাম সেনা নামক একটি সংগঠনের পক্ষ থেকে। কার্যত বিশেষজ্ঞরা মনে করছেন, কর্ণাটকে ক্রমশ ধর্মীয় মেরুকরণ প্রকট হচ্ছে।
আরও পড়ুনঃ পুরীর মন্দিরে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙা হল শতাব্দী প্রাচীন মাটির উনুন