ডিজিটাল ডেস্ক: কর্ণাটক থেকেই সারা দেশে ছড়িয়ে পড়ে হিজাব বিতর্ক। ক্রমশ এই বিতর্কের পারদ চড়ছে। ইতিমধ্যেই একের পর এক বিতর্কিত মন্তব্য সামনে এসেছে বিভিন্নজনের। অন্যদিকে কর্ণাটক হাইকোর্ট অশান্তির আশঙ্কায় বন্ধ হয়ে যাওয়া স্কুল কলেজ খোলার নির্দেশ দেয় কর্ণাটক সরকারকে। আজ সেই নির্দেশ মেনে কর্ণাটকে সমস্ত স্কুল খুলে গিয়েছে। তবে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে আগামী উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত হাইস্কুলের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে কর্ণাটক প্রশাসন। কোনভাবেই যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় তার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে কর্ণাটক সরকার। পাশাপাশি জানা গিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে কলেজ বন্ধ রাখার কথা ঘোষণা করেছে কর্ণাটক সরকার। সবমিলিয়ে হিজাব ইস্যু যাতে কোনোভাবেই বড় কোনো অশান্তির কারণ না হয়ে ওঠে, সেদিকে কড়া নজর রাখছে কর্ণাটক সরকার।
পদ্মা সেতুর উদ্বোধনের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নতুন বিতর্ক
ডিজিটাল ডেস্ক : গতকাল উদ্বোধন হয়েছে বাংলাদেশের পদ্মা সেতু (Padma Bridge)। কার্যত দীর্ঘদিন ধরেই এই পদ্মা সেতুর অপেক্ষায় ছিল বাংলাদেশবাসী।...
Read more