নয়াদিল্লি: ভারতে ক্রমাগত বাড়ছে মহিলাদের ওপর অত্যাচারের সংখ্যা। খুন, ধর্ষণ প্রতিনিয়ত ঘটে চলেছে। এরফলে দেশের জনগণের মধ্যে সৃষ্টি হচ্ছে ক্ষোভের। এই পরিস্থিতিতে গণধর্ষণের সাজা হোক মৃত্যুদন্ড, সুপারিশ কর্ণাটক হাইকোর্টের।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১২ সাালের ১৩ অক্টোবর ন্যাশানাল ল’ স্কুল অব ইন্ডিয়ান ইউনিভার্সিটি’র গণধর্ষণকাণ্ডের সাথে যুক্ত ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজাকে বহাল রেখে এই সুপারিশ করে হাইকোর্ট। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি ধারাকে ফের পরিবর্তন করার সুপারিশ করেন বিচারপতি বি ভীরাপ্পা ও বিচারপতি কে নটরঞ্জনের ডিভিশান বেঞ্চ।
- Advertisement -