বেঙ্গালুরু: কলেজের কম্পিউটার ল্যাবের কাজ ঠিকমতো চলছে কিনা তার স্পষ্ট উত্তর না মেলায় অধ্যক্ষকে সপাটে চড় মারলেন জেডিএস নেতা! কর্ণাটকের (Karnataka) একটি কলেজে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই বিতর্কে জড়ান মান্ডিয়ার বিধায়ক এম শ্রীনিবাস।
https://twitter.com/SheetalPronamo/status/1539258275929427969?s=20&t=_XonS15RECUa_Jw6dLp9-A
ঘটনাটি ঘটেছে গত ২০ জুন। ভিডিওতে দেখা গিয়েছে, মান্ডিয়ার বিধায়ক কলেজ পরিদর্শনে যান। সেখানে গিয়ে কলেজ ঘুরে দেখার সময় ওই কলেজের অধ্যক্ষকে কম্পিউটার ল্যাবের কাজকর্ম কেমন চলছে তা জিজ্ঞাসা করেন। এরপরই ঘটে বিপত্তি! বিধায়কের প্রশ্নের স্পষ্ট জবাব না পেয়ে অধ্যক্ষের ওপর ক্ষেপে যান তিনি। এরপরই অধ্যক্ষকে চড় মারতে দেখা যায়। বিধায়কের এই আচরণে ওই কলেজের অধ্যাপক সহ অন্য কর্মকর্তারা হতবাক হয়ে যান। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। অধ্যক্ষকে পুলিশে অভিযোগ জানানো উচিৎ। অন্যান্য কলেজের কর্মীদের তাঁর সমর্থনে এগিয়ে আসা উচিৎ বলেও মনে করছেন অনেকে।