বেঙ্গালুরু: রাস্তায় মহিলা আইনজীবীকে হেনস্তার অভিযোগ। তাঁকে বাঁচাকে এগিয়ে এলেন না কেউ। কর্ণাটকের বাগালকোটের ঘটনা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মহন্তেশ। মহিলা আইনজীবী এবং তাঁর স্বামীর সঙ্গে জমিজমা সংক্রান্ত বিবাদে জড়িয়ে পড়েছিল সে। এরপর আক্রোশে ওই মহিলা আইনজীবীকে বেধড়ক মারধর করে ওই ব্যক্তি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। মাত্র ৯ সেকেন্ডের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে। ধৃতের বিরুদ্ধে একজন মহিলাকে হেনস্তার অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।