ডিজিটাল ডেস্ক : উপত্যকা জুড়ে ক্রমশ বাড়ছে জঙ্গী হামলার ঘটনা। জঙ্গীদের গুলিতে এবার নিহত হলেন কাশ্মীরের অভিনেত্রী। জানা গিয়েছে, বুধবার রাত ৮ টা নাগাদ বদগামের চদোরা এলাকায় কাশ্মীরি অভিনেত্রী অমরীন ভট্টর(Amarin Bhatt) বাড়িতে ঢুকে পড়ে তিন সশস্ত্র জঙ্গী এলোপাথাড়ি গুলি চালায়। জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হন অমরীন ভট্ট। এমনকি ওই স্থানে উপস্থিত তাঁর ১০ বছরের ভাইপোও গুরুতর আহত হয়। দুজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অমরীন ভট্টকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আপাতত ভাইপোর চিকিৎসা চলছে। এই ঘটনায় কাশ্মীরের একাধিক রাজনৈতিক নেতা তীব্র নিন্দা করেছেন। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
আরও পড়ুন : পোষ্যকে নিয়ে হাঁটতে বেরোন আমলা, সন্ধের মধ্যেই স্টেডিয়ামে বন্ধ খেলাধুলা