মুম্বই: বলিউডে জোর গুঞ্জন এখন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে। জানা গিয়েছে, আগামী ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তারকা-জুটি। রাজকীয় অনুষ্ঠানের আয়োজন চলছে পুরোদমে। তবে শোনা যাচ্ছে তার আগেই নাকি শুক্রবার রাতে গোপনে আইনি বিয়ে সেরে ফেললেন ভিক্যাট। প্রকাশ্যে অবশ্য এখনও পর্যন্ত কোনও তথ্য দেননি দুই তারকা।

শুক্রবার রাতে ক্যাটরিনার বাড়ির বাইরে দেখা যায় ভিকিকে। গাড়ি থেকে নেমে পাপারাৎজিদের ক্যামেরার দিকে তাকিয়ে এক ঝলক সৌজন্য বিনিময়ও করেন তিনি। যদিও আরেক সূত্র বলছে, রেজিস্ট্রি নয়, আসলে বিয়েতে কোন পোশাক পরবেন বর-কনে, সেই ট্রায়াল দিতে নাকি মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে যান তিনি। বিয়ের দিন ছাড়াও মেহেন্দি, সংগীতের মতো বিভিন্ন অনুষ্ঠানে কোন ডিজাইনারের পোশাক পরবেন, তাও চূড়ান্ত করে ফেলেছেন তাঁরা।