উত্তরবঙ্গ সংবাদ ডেস্ক: তারকাদের বিয়ের শীর্ষে রয়েছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে। তাঁদের বিয়ের প্রত্যেকটি পোশাক ডিজাইন করেছেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। হলদি, মেহেন্দি, বিয়ের লেহেঙ্গা প্রত্যেকটিতেই রয়েছে তাঁর হাতের ছোঁয়া। এবার ক্যাটরিনার ব্রিটিশ ঐতিহ্যের সাজেও রয়েছে সব্যসাচীর কাজ। ক্যাটরিনার লুকের সঙ্গে মানানসই করে এক সফট রোম্যান্টিক শাড়ি নিছক শাড়িমাত্র নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে ঐতিহ্য।
এই শাড়ির সঙ্গে রয়েছে দীর্ঘ ওড়না ও পুরোহাতা ব্লাউজ। প্রায় ৪০ জন শিল্পীর ১৮০০ ঘণ্টা পরিশ্রমের ফল এই শাড়ি। পোশাকের মূল থিম ফুল। সঙ্গে রয়েছে মূল্যবান পাথর ও স্ফটিক। ওড়নায় এত কারুকার্য সমস্তটাই ক্যাটরিনার ব্রিটিশ মা ও তাঁর শিকড়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial