ডিজিটাল ডেস্ক: বীরভূম জেলার রামপুরহাটে বগটুই গ্রামের ভয়াবহ হত্যাকান্ড ইতিমধ্যে ব্যাপক রাজনৈতিক ঝড় তুলেছে রাজ্যজুড়ে। এই ঘটনার রেশ পৌঁছেছে হাইকোর্টেও। আর এবার রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন প্রখ্যাত নাট্যকার, অভিনেতা তথা বুদ্ধিজীবি বলে পরিচিত কৌশিক সেন (Kaushik Sen)। শুধুমাত্র দখলদারির কারণেই এই ভয়ানক ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেছেন। পাশাপাশি তিনি জানান- বীরভূমে বহুদিন ধরেই এই রকম পরিস্থিতি রয়েছে, যা বাম আমলে কিংবা তৃণমূল আমলে বিশেষ বদল হয়নি। এভাবে হিংসা বেড়ে চলার দায় অস্বীকার করতে পারবে না কোন দল বলে জানান কৌশিক। একইসাথে কৌশিক বলেন, প্রশাসনিক ভাবেই এখন সামাল দিতে হবে পরিস্থিতি। খুব স্বাভাবিকভাবেই নাট্যকার কৌশিক সেনের এহেন মন্তব্য যথেষ্ট উল্লেখযোগ্য বর্তমান পরিস্থিতিতে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন : রামপুরহাট ‘গণহত্যা’: প্রমাণ নষ্ট করতে পারে সিট, তোপ সেলিমের