নয়াদিল্লি: জেএনইউয়ের প্রাক্তনী তথা দিল্লি হিংসায় অভিযুক্ত উমর খালিদের বিরুদ্ধে ইউএপিএ-র ধারায় বিচারে সায় দিল অরবিন্দ কেজরিওয়ালের সরকার। এইমর্মে দিল্লি পুলিশকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে দিল্লি সরকার। কেজরি সরকারের এক আধিকারিক বলেন, পুলিশ দিল্লি হিংসায় যে মামলাগুলি দায়ের করেছে তাতে প্রয়োজনীয় অনুমতি দিয়েছি। কারা অভিযুক্ত সেটা এবার আদালত বিচার করবে।
দিল্লি পুলিশের এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, উমর খালিদের বিরুদ্ধে ইউএপিএ-তে বিচার করার জন্য দিল্লি সরকারের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেও প্রয়োজনীয় অনুমতি মিলেছে। দুসপ্তাহ আগেই এই অনুমতি এসে গিয়েছে। গত ১৩ সেপ্টেম্বর দিল্লি হিংসায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় উমর খালিদকে। বর্তমানে তিনি জেল হেপাজতে রয়েছেন। ইতিমধ্যে তাঁর মুক্তির দাবিতে সরব হয়েছেন সমাজের বিশিষ্ট নাগরিকরা।
- Advertisement -