শিলিগুড়ি, ২৩ সেপ্টেম্বরঃ কেপমারির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার ঘটনাটি ঘটে শিলিগুড়ির আশিঘর ফাঁড়ির তিলক সাধু মোড়ে।
- Advertisement -
জানা গিয়েছে, এদিন দুই যুবক তিলক সাধু মোড়ের একটি সোনার দোকানে ক্রেতা সেজে আসে। কিছুক্ষণের মধ্যে তারা সোনার সামগ্রী নিয়ে চম্পট দেয়। দোকান মালিকের দাবি, প্রায় ১লক্ষ ৮০হাজার টাকার সোনার সামগ্রী খোয়া গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে আশিঘর ফাঁড়ির পুলিশ। এদিকে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কারণ কয়েকদিন ধরেই শিলিগুড়িতে লুঠপাটের ঘটনা ঘটে চলেছে। কয়েকদিন আগে ওই এলাকাতেই একটি সোনার দোকানে গয়না ভরতি ব্যাগ নিয়ে চম্পট দিয়েছিল দুই দুষ্কৃতী।