উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরল(Kerala)। পাশাপাশি বেহাল মহারাষ্ট্র, তেলঙ্গানা। এই পরিস্থিতিতে মৌসম ভবন কেরলের চারটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে। ভারী বৃষ্টির জেরে তেলঙ্গানা সরকার তিনদিন রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এছাড়া মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন রাজ্যে প্রবল বৃষ্টিপাত হয়েছে। যার জেরে বহু রাজ্যের জনজীবন বিপর্যস্ত।
সূত্রের খবর, কেরলের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে পড়েছে। রাজ্যের উত্তরাংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধ ও বৃহস্পতিবার কেরলের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সভাবনা রয়েছে। কেরলে লাগাতার বৃষ্টির জেরে বহু বাড়ি ঘর নষ্ট হয়েছে। ইতিমধ্যে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
অন্যদিকে, বৃষ্টির জেরে বেহাল পরিস্থিতি তেলঙ্গানায়ও। দুর্যোগ মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নিতে জেলায় কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মহারাষ্ট্রের পরিস্থিতিও উদ্বেগজনক। অতি বর্ষণে সেখানকার ১৩০টি গ্রাম বিধ্বস্ত। বৃষ্টিতে ৭৬ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।