ডিজিটাল ডেস্কঃ দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হল কেরালার(Kerala) এক ব্যক্তির। প্রসঙ্গত বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন এক প্রৌঢ়। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছালেও অ্যাম্বুলেন্সের দরজা কোনভাবেই খোলা গেল না। আর তার জেরে অ্যাম্বুলেন্সের ভেতরেই মৃত্যু হল ওই প্রৌঢ়ের। পুলিশি সূত্রে জানা গিয়েছে, কোয়ামন নামে এক ব্যক্তি স্কুটার দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। তাঁকে অ্যাম্বুলেন্সে কোঝিকড়ের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। কিন্তু তারপরেই ঘটে যায় বিপত্তি। কিছুতেই অ্যাম্বুলেন্সের দরজা খুলতে পারেন না অ্যাম্বুলেন্স চালক এবং তাঁর সঙ্গী। কার্যত আধ ঘণ্টা সময় কেটে যায়। এরপর অ্যাম্বুলেন্সের দরজার কাঁচ ভেঙে ভেতর থেকে দরজা খোলা হয়। কিন্তু ততক্ষণে গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে থাকা ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এই দুর্ভাগ্যজনক মৃত্যু নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শোরগোল। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ পুরো ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই অ্যাম্বুলেন্সটির ব্যবহারযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।
যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, জখম ১০
মাথাভাঙ্গা: সাতসকালে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় গুরুতর জখম ১০ জন বাস যাত্রী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা...
Read more