উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রথমে আরআরআর(RRR) এখন কেজিএফ ২(KGF chapter 2), দক্ষিণী ছবির দাপটে ক্রমেই কোণঠাসা বলিউড। তেলেগু ছবি আরআরআর রেকর্ড গড়ে ঝড় তুলেছিল বক্স অফিসে। এবার পাল্লা দিয়ে ভারতের বাজার কাঁপাচ্ছে কন্নড় ছবি কেজিএফ: চ্যাপ্টার ২। চারদিনেই এই ছবি সাড়ে ৫০০ কোটির ব্যবসা করে সমস্ত রেকর্ড ভেঙেছে। মুক্তির পর থেকে এখনও পর্যন্ত এই ছবি ৫৫১ কোটি ৮৩ লক্ষ টাকা ব্যবসা করেছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ: চ্যাপ্টার ১’। সেইসময় ভালো ব্যবসা করেছিল এই ছবিটি। তখন থেকেই অনুরাগীরা দ্বিতীয় পর্ব মুক্তির অপেক্ষায় ছিলেন। এই ছবিতে যশের অভিনয় মনে দাগ কেটেছিল সকল দর্শকের। যশ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন, প্রকাশ রাজ সহ তাবড় তাবড় অভিনেতারা। এবার সিক্যুয়েল প্রেক্ষাগৃহে মুক্তি পেতেই একের পর এক রেকর্ড ভাঙছে কন্নড় ছবিটি। প্রথম দিনেই দেশজুড়ে ১৩৪ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে কন্নড় ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ২’।
আরও পড়ুনঃ কী লুকিয়ে আলিয়ার মঙ্গলসূত্রে?