খড়িবাড়ি: খড়িবাড়ি ব্লকের বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বামফ্রন্টের মধ্যে বড়সড়ো ভাঙন ধারাল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরে যোগ দিলেন ফরওয়ার্ড ব্লকের গ্রাম পঞ্চায়েত সদস্য তথা প্রাক্তন প্রধান শশীমোহন বর্মন।
রবিবার দুপুরে খড়িবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ, তৃণমূল নেতা তথা এসজেডিএ-র সদস্য কাজল ঘোষ, তৃণমূলের নকশালবাড়ি ১ ব্লক সভাপতি আনন্দ ঘোষ, খড়িবাড়ি ব্লক সভাপতি হিরন্ময় রায়, চেয়ারম্যান বাসুদেব রায় প্রমুখ। এদিন বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেসের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা তৃণমূলে যোগ দেন। তাঁদের মধ্যে অন্যতম ফরওয়ার্ড ব্লকের অগ্রগামী কিষান সভার অঞ্চল সভাপতি শশীমোহন বর্মন।
৩৫ বছর ধরে বামফ্রন্ট পরিচালিত বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন শশীমোহন বর্মন। তিনি এই গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের দায়িত্বও সামলেছেন। শশীবাবু যোগ দেওয়ায় দল অনেকটাই মজবুত হবে বলে জানান তৃণমূলের জেলা সভাপতি পাপিয়া ঘোষ। শশীবাবু জানান, ফরওয়ার্ড ব্লকে থেকে মানুষের জন্য কাজ করা যাচ্ছিল না। তাই এই যোগদান।