আলিপুরদুয়ার: শুক্রবার রথযাত্রা (Rathyatra) দিনই আলিপুরদুয়ার (Alipurduar) শহরে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল।এদিন শহরে বেশ কয়েকটি ক্লাব এবং দুর্গাপুজো কমিটি খুঁটিপুজো করে। দু’বছর পর শহরে আবার বড় করে পুজোর আয়োজন করছে ক্লাবগুলো। পুজোর তিনমাস বাকি থাকতেই প্রস্তুতির যে তোড়জোড় শুরু হয়েছে সেটা দেখে বলাই যায় যে শহরে দুর্গাপুজোয় এবার বেশ কিছু চমক থাকছে।এদিন লোহারপুল ইউনিট, উপলমুখর ক্লাব খুঁটিপুজো করে। দুই পুজো কমিটিই তাদের থিম নিয়ে পরিষ্কার কিছু বলেনি।
আরও পড়ুন: Rath Yatra Preparation | দু’বছর পর ফের ইতিহাস মাখা রথের মেলা বসছে বীরপাড়ায়